রাজধানীতে সাইকেল র্যালি থেকে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি জানানো হয়েছে। র্যালি-পূর্ব সমাবেশে বক্তারা বলেছেন, সিগারেট কম্পানিগুলো যুবকদের ধূমপানে আকৃষ্ট করতে রেস্টুরেন্টে ধূমপানের স্থান তৈরি, বিক্রয়স্থলে বিজ্ঞাপন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় বিজ্ঞাপনসহ, নিষিদ্ধ ই-সিগারেট প্রসারে নানা কার্যক্রম করছে। বহুজাতিক তামাক কম্পানিগুলো ভোক্তা ও মুনাফা বাড়াতে রাষ্ট্রীয় আইন ভঙ্গ করে কিশোর-তরুণদের ধূমপানের নেশায় আসক্ত করার কুটকৌশল প্রতিরোধে আইন শক্তিশালী ও কার্যকর করতে হবে।শুক্রবার (১০ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের সামনে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) আয়োজিত ‘ইয়ুথ ফর হেলথ : টাইম টু স্ট্রেনথদেন টোব্যাকো কন্ট্রোল ল’ শীর্ষক সাইকেল র্যালি-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন মানসের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী।এ সময় বক্তৃতা করেন আইনজীবী ও নীতি বিশ্লেষক অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আমিনুল ইসলাম সুজন, ডব্লিউবিবি ট্রাস্টের হেড অব প্রোগ্রাম...