বার বার দাবি জানিয়ে তীব্র আকাঙ্ক্ষার প্রকাশ ঘটিয়ে, সোশাল মিডিয়ায় প্রচার চালিয়ে, বিভিন্ন দেশের সমর্থন আদায় করেও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘হাতছাড়া হয়ে গেল’ নোবেল শান্তি পুরস্কার। তিনি প্রকাশ্যেই দাবি করছিলেন, চলতি বছর এ পুরস্কারের জন্য যে তিনিই যোগ্য প্রার্থী। সংঘাতে লিপ্ত বিভিন্ন দেশের মধ্যে সরাসরি হস্তক্ষেপ করে ‘শান্তি স্থাপনের’ কৃতিত্ব দাবি করে নিজেকে নোবেল পুরস্কারের যোগ্য দাবিদার হিসেবে তিনি তুলে ধরার চেষ্টা করে গেছেন। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পের প্রতি দৃষ্টি না দিয়ে ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোর হাতে ওই পুরস্কার তুলে দিচ্ছে নরওয়ের নোবেল ইনস্টিটিউট। শুক্রবার অসলোতে এক সংবাদ সম্মেলনে ১০৬তম নোবেল শান্তি পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করা হয়েছে। ভেনেজুয়েলার জনগণের ‘গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে’ ভূমিকার জন্য এই পুরস্কার পাচ্ছেন এই নারী রাজনীতিবিদ। মাচাদোকে ভেনেজুয়েলার ‘লৌহ মানবী’...