বিশ্বকাপ বাছাইয়ে জর্জিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন একটি ধাক্কা খেয়েছে স্পেন। পেশির চোটের কারণে আসন্ন দুই ম্যাচ থেকেই ছিটকে গেছেন বার্সেলোনার অ্যাটাকিং মিডফিল্ডার দানি ওলমো। স্প্যানিশ ফুটবল ফেডারেশন শুক্রবার বিবৃতিতে জানায়, পায়ে কিছুটা অস্বস্তি নিয়ে গত সোমবার জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন ওলমো। তারপর থেকে তিনি দলের সঙ্গে অনুশীলন করেননি। শুক্রবার তার অনুশীলন করার কথা ছিল, কিন্তু বাঁ পায়ের পেশিতে অস্বস্তি অনুভব করার কথা জানালে পরীক্ষা করানো হয় তার। সেখানেই ধরা পড়ে চোট। এখন শনিবার ক্লাব বার্সেলোনায় ফিরে যাবেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। সেরে উঠতে কতদিন লাগতে পারে, সে ব্যাপারে কিছু বলা হয়নি। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে শনিবার জর্জিয়া ও আগামী বুধবার বুলগেরিয়ার মুখোমুখি হবে স্পেন। দুই...