ব্রাজিলের ফুটবলে কি তবে নতুন দিনের সূর্যোদয় হলো? একটা মাত্র ম্যাচ দেখে এমন মন্তব্য করা কঠিন। তবে আজ ব্রাজিল যেভাবে খেলল, তাতে মনে হলো, যেন বহুদিনের খরার পর হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামল। এই ব্রাজিলের অপেক্ষাতেই তো ছিল সবাই! কৌশল, নান্দনিকতা আর দারুণ ফলের এ যেন এক অদ্ভুত, মন-ভোলানো সমন্বয়। গত সেপ্টেম্বরে বলিভিয়ার বিপক্ষে হারে নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছিল ব্রাজিল। সেই হারের পর ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে তাদের দুর্দশা নিয়ে আলোচনা হয়েছিল অনেক। কিন্তু মনে হচ্ছে, দুঃসময়টা খুব দ্রুতই পেছনে ফেলে এসেছে তারা। অন্তত আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে সে রকমই ইঙ্গিত মিলেছে। ছন্দ, গতি আর নান্দনিকতার মিশেলে সিউলে শুক্রবার বিকেলে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। রদ্রিগো ও এস্তেভাও করেছেন জোড়া গোল। গোল পেয়েছেন...