আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সাউথ কোরিয়াকে পাত্তাই দেয়নি ব্রাজিল। সিউলে স্বাগতিকদের হারিয়েছে ৫-০ গোলে। সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন রদ্রিগো ও এস্তেভাও। অন্য গোলটি এসেছে ভিনিসিয়াস জুনিয়রের পা থেকে। ম্যাচে শুরুতেই লিড পায় ব্রাজিল। ১৩ মিনিটে গোল করেন এস্তেভাও। ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। ২-০তে এগিয়ে বিরিতে যায় ব্রাজিল। বিরতি থেকে ফের কোরিয়া জালে আরও ৩ গোল দেয়...