১০ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ পিএম স্বেচ্ছাসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী সংগঠন ‘নবজাগরণ ব্লাড ডোনেশন সোসাইটি অফ বাংলাদেশ’-এর প্রতিষ্ঠার ৯ম বছর পূর্তি ও ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে ময়মনসিংহে অনুষ্ঠিত হলো দেশব্যাপী স্বেচ্ছাসেবীদের এক প্রাণবন্ত মিলনমেলা। শুক্রবার (১০ অক্টোবর) দিনব্যাপী নগরের তারেক স্মৃতি অডিটোরিয়াম, টাউন হলে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য আয়োজন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম ফরহাদ। তিনি বলেন, “নবজাগরণ শুধু একটি ব্লাড ডোনেশন সংগঠন নয়, এটি মানবতার এক পরিবার। গত ৯ বছরে আমরা ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চলে রক্তদান, জনসচেতনতা, শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় কাজ করেছি—এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।” দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন কালকিনি ব্লাড ডোনেশনের...