১০ অক্টোবর ২০২৫, ০৭:২০ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৭:২০ পিএম ইরানের সাথে আর কোনো সংঘাত চায়ছে না ইসরায়েল এবং উত্তেজনা কমাতে আগ্রহী দেশটি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসরায়েলি নেতারা তার কাছে অনুরোধ করেছেন, তিনি যেন ইরানকে পৌঁছে দেন এই বার্তা। গত ১৩ জুন দখলদার ইসরায়েলের বিনা উস্কানিতে হামলার পর ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে, যা ১২ দিনের যুদ্ধের জন্ম দেয়। দখলদার শাসকরা ইরানের শীর্ষ কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানীদের হত্যা করে এবং সারা দেশে শত শত বেসামরিক নাগরিককে হত্যা করে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন যুক্তরাষ্ট্রও তিনটি ইরানি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা করে হস্তক্ষেপ করে। ১২ দিনের যুদ্ধ ২৪ জুন বন্ধ হয়। ইসরায়েলি এবং মার্কিন অবস্থান লক্ষ্য করে ইরানের পাল্টা হামলা ইসরায়েলকে আগ্রাসন বন্ধ করতে এবং...