বাবুগঞ্জ উপজেলার ৪নং চাঁদপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক অলিউল শরীফ ওলির ইয়াবা সেবনের দায়ে দলীয় পদ স্থগিত করা হয়েছে। তার বিরুদ্ধে সাংগঠনিক বিরোধী কর্মকাণ্ডের কারণে চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৮নং ওয়ার্ড বিএনপি ও তার সকল পদ স্থগিত করা হয়েছে। এছাড়া, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে সকল প্রকার যোগাযোগ থেকে বিরত থাকবে। অলিউল শরীফ জাতীয়তাবাদী দল বিএনপি'র চলমান কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। উল্লেখ্য, বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন বিএনপি নেতা অলিউল শরীফের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক...