১০ অক্টোবর ২০২৫, ০৭:৩১ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৭:৪১ পিএম বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় নিহত বিএনপি নেতা এস এম হায়াত উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা এম এ এইচ সেলিম নেতাকর্মীদের নিয়ে শহরের হাড়িখালি এলাকায় নিহত বিএনপি নেতা এসএম হায়াত উদ্দিনের বাড়িতে আসেন। নিহতের পরিবারের খোঁজ খবর নেন ও সমবেদনা জানান। এসময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পক্ষ থেকে নিহতের পরিবারকে নগদ এক লক্ষ টাকা প্রদান করা হয়। এ ছাড়া এইচএসসি পরীক্ষায় পাস করা পর্যন্ত নিহত সাংবাদিকের দুই মেয়ের সকল দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হায়াত উদ্দিনের কবর জিয়ারত করেন...