ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল ব্রাজিল। দলের সবচেয়ে তরুণ সদস্য ১৮ বছর বয়সী এস্তেভাও ব্রুনো গিমারাসের দারুণ পাস থেকে গোলের সূচনা করেন। বিরতির আগে বাঁ দিক দিয়ে কেটে ভেতরে ঢুকে দুর্দান্ত শটে গোল করেন রোদ্রিগো। স্কোরলাইন ২-০ নিয়ে বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে আবারও এস্তেভাও প্রতিপক্ষের ভুলে...