এটি আসলে অনিবার্য বা অবধারিতই ছিল। মার্কিন মগজ থেকে উৎসাহিত শান্তি প্রক্রিয়ায় দেশটির সামরিক উপস্থিতি বা খবরদারি থাকবে না—এমনটা ভাবা যায় না। মার্কিন মগজের ফসল না হলেও তো তাদের সামরিক উপস্থিতি থাকতোই। এখন সেই সম্ভাবনাটাই বাস্তব হতে চলেছে। গাজায় মার্কিন নেতৃত্বাধীন টাস্ক ফোর্সের মোতায়েনযুক্তরাষ্ট্র গাজায় যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে ২০০ সেনা মোতায়ন করবে। তবে স্পষ্ট করে জানানো হয়েছে যে আলাদা করে কোনো মার্কিন সেনা গাজার ভেতরে মোতায়ন করা হবে না। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁরা জানান, গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই সেনা মোতায়ন করা হবে। টাস্ক ফোর্সের সদস্য: নাম প্রকাশ না করার শর্তে মার্কিন দুই জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানান, এই ২০০ সেনা টাস্ক ফোর্সের মূল অংশ হবে। সেখানে মিশরের সশস্ত্র বাহিনী, কাতার, তুরস্ক ও...