বিশ্বব্যাপী সাতটি যুদ্ধ ঠেকানোর কথা ঢাক-ঢোল পিটিয়ে প্রচার করেও এবারও শান্তিতে নোবেল পেলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নোবেল কমিটির এমন সিদ্ধান্তকে রাজনৈতিক বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউজ।প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই নিজেকে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদেও ইরান-ইসরায়েল, ভারত-পাকিস্তান ও থাইল্যান্ড-কম্বোডিয়াসহ বিশ্বের বিভিন্ন সংঘাত থামিয়েছেন বলে বেশ ফলাও করে প্রচার করতেন তিনি।সম্প্রতি ইসরায়েল-হামাসের মধ্যে শান্তি সমঝোতায় গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা সত্ত্বেও কেনো বহুল প্রতিক্ষিত নোবেল পেলেন না এই মার্কিন প্রেসিডেন্ট?আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, এবছর জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই মনোনয়ন সংগ্রহ শেষ করে নোবেল কমিটি। পাশাপাশি, চলতি বছর কাকে নোবেল দেয়া হবে, তা নির্ধারিত হয় পূর্ববর্তী বছরের কাজের ভিত্তিতে।২০২৪ সালে ট্রাম্প পেসিডেন্ট নির্বাচিত...