প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। সব বাধা-সংশয় ধুয়ে-মুছে কেটে গেছে। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে। সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পূর্বের নির্বাচনগুলো ছিল ভুয়া নির্বাচন। কিন্তু, এবার নির্বাচন হবে ফ্রি এবং ফেয়ার নির্বাচন। জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে। আগামী ১৫ অক্টোবর জুলাই সনদ সই করা হবে।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে...