পাকিস্তানকে ছেড়ে তবে কি ভারতের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করছে আফগানিস্তান? আট দিনের সফরে ভারত গিয়েছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী। ২০২১ সালে দেশটি ক্ষমতা দখলের পর এটি তালেবানের কোনো শীর্ষ ব্যক্তিত্বের প্রথম ভারত সফর। ঐতিহাসিকভাবে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তালেবানের, তবে গত চার বছরে সন্ত্রাসবাদ ইস্যুতে সেই সম্পর্ক ঠেকেছে তলানীতে। এদিকে, একসময় দেশটির উৎখাত হওয়া সরকারের প্রতি সমর্থন থাকলেও এখন তালেবানের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে নয়া দিল্লি। তালেবান নেতার ঐতিহাসিক দিল্লি সফর২০২১ সালে পশ্চিমা সমর্থিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকেই আন্তর্জাতিক মহলের সাথে সম্পর্ক স্বাভাবিকের তোড়জোড় চালাচ্ছে তালেবান। তবে গত চার বছরে একমাত্র দেশ হিসেবে কেবল রাশিয়ার স্বীকৃতি পেয়েছে তারা। স্বীকৃতি না দিলেও আরও কয়েকটি দেশ কূটনৈতিক যোগাযোগ রাখে তালেবানের সাথে, যার মধ্যে একটি ভারত। এবার দেশটি সফরে...