জাসদ নেতা মুন্সীগঞ্জ শহরের মধ্য কোর্টগাঁও বাসিন্দা আশরাফ উদ্দিনের কবর জিয়ারত করেছেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. আদিলুর রহমান খান শুভ্র। শুক্রবার বাদ জুমা মুন্সীগঞ্জ শহরের আইনজীবী সমিতির কবরস্থানে গিয়ে আশরাফ উদ্দিনের কবরে সামনে গিয়ে কিছু সময় দাঁড়িয়ে থাকেন এবং ফাতেমা পাঠ করেন। কবর জিয়ারতে মোনাজাত পরিচালনা করেন কালেক্টর জামে মসজিদের ইমাম মুফতি মো. আসাদুল্লাহ। এই দোয়ায় আরও অংশ নেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, মরহুমের পরিবারের সদস্য ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে তিনি কালেক্টরেট জামে মসজিদে জুমার...