ইসরায়েল ও হামাসের মধ্যে বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজার পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরেছে। দখলদার ইসরায়েলি বাহিনী উপত্যকার কয়েকটি এলাকা থেকে পিছু হটতে শুরু করেছে, আর সেই সঙ্গে পরিত্যক্ত ঘরে ফিরতে শুরু করেছেন হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি। শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকেই গাজার বিভিন্ন সড়কে মানুষের ঢল নেমেছে। ধুলোমাখা পথে সারি সারি পরিবার, শিশু-বৃদ্ধ সবার মুখে একটুখানি শান্তির ছোঁয়া। ইসরায়েলের সাম্প্রতিক নির্মম অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা সিটিতেও মানুষের ফেরার যাত্রা শুরু হয়েছে। গাজা সিটির শেখ রাদওয়ান এলাকার বাসিন্দা ৪০ বছর বয়সী ইসমাইল জায়দা বলেন,“আল্লাহকে ধন্যবাদ যে আমার বাড়িটি এখনও দাঁড়িয়ে আছে। কিন্তু চারপাশ ধ্বংস হয়ে গেছে, আমার প্রতিবেশীদের বাড়িঘরসহ পুরো এলাকা নিশ্চিহ্ন।” ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যমতে, স্থানীয় সময় দুপুর ১২টা থেকে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এর আগে ভোরে...