গত ২০২৪-২৫ অর্থবছরে সাময়িক হিসাবে মোট জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬৯ শতাংশ। যা আগের অর্থবছরের চেয়ে কিছুটা কম। বৃহস্পতিবার পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে, গত এপ্রিল থেকে জুন পর্যন্ত আগের বছরের একই সময়ের চেয়ে দেশের অর্থনীতি বেড়েছে ৩ দশমিক ৩৫ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির চাকা সচল রাখতে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। বিগত কয়েক বছর ধরেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। রাজনৈতিক অনিশ্চয়তায় নতুন বিনিয়োগ না হওয়ায় বেড়েছে কর্মসংস্থান সংকট। এদিকে ব্যাংকিং খাতের দুরবস্থা দুশ্চিন্তা আরও বাড়িয়েছে। যার সামগ্রিক প্রভাব পড়ছে দেশের প্রবৃদ্ধিতে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩ দশমিক ছয়-নয় শতাংশে, যা গত বছরের তুলনায় কম। গত অর্থবছরের শেষ প্রান্তিক, অর্থাৎ এপ্রিল-জুনে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৩ দশমিক ৩৫ শতাংশ। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়,...