এখন টেলিভিশনে লেগো, বোগল ও টেট্রিস-এর মতো পার্টি গেইম নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স। এ বছরের জানুয়ারিতে নেটফ্লিক্সের সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রেগরি পিটার্স বলেছিলেন, ভবিষ্যতে নেটফ্লিক্স এমন কিছু পার্টি ও কো-অপ গেইম চালু করবে, যেগুলো অনলাইনে স্ট্রিম করেই খেলা যাবে। এবার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ‘ব্লুমবার্গ স্ক্রিনটাইম’ সম্মেলনে পিটার্স ঘোষণা করেছেন, এ ছুটির মৌসুমেই টেলিভিশনে খেলা যাবে এমন বেশ কয়েকটি পার্টি গেইম উন্মোচন করছে প্লাটফর্মটি। ঘোষণায় নেটফ্লিক্স বলেছে, “আমরা একেবারে নতুন ধরনের গেইম খেলার অভিজ্ঞতা তৈরি করছি, যা ঠিক শুক্রবার রাতে কোনো শো দেখার মতোই সহজ হবে।” নতুন এসব গেইম বন্ধুদের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে খেলতে পারবেন ব্যবহারকারীরা। এসব গেইমের মধ্যে রয়েছে ‘লেগো: পার্টি’। এ গেইমটি ৪০ ডলারের হলেও নেটফ্লিক্সে এটি ফ্রি খেলা যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট...