প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়েছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া কার্লোস আনচেলত্তির ব্রাজিল। একচেটিয়া আধিপত্য বিস্তার করে সেলেসাওরা ৫-০ গোলে অনায়াসে ম্যাচ জিতেছে। সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে শুক্রবার (১০ অক্টোবর) দুটি করে গোল করেছেন এস্তেভোঁ ও রদ্রিগো। একবার জাল খুঁজে নেন ভিনিসিউস জুনিয়র। ১৩ মিনিটে দারুণ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ব্রুনো গিমারাইসের পাসে ছয় গজ বক্সের প্রান্তে ডান পায়ের শটে বল জালে পাঠান এস্তেভোঁ। দ্বিতীয় গোল পেতে সময় লাগে। আক্রমণ গড়েও ব্যবধান বাড়ছিল না। অবশেষে ৪১ মিনিটে রদ্রিগোর দর্শনীয় গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ডি-বক্সের বাঁ দিক থেকে কাটব্যাক করেন ভিনিসিউস, রদ্রিগোর ডামি করা বলে কাসেমিরোর পাস হয়ে দুই ডিফেন্ডারের পাশ দিয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রদ্রিগো। দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক অব্যাহত ছিল। ব্রাজিল দুই মিনিটের মধ্যে আরও...