দিনাজপুরর নবাবগঞ্জ চড়ারহাট গণহত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে চড়ারহাট শহীদ স্মৃতি মিনারে উপজলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, বিএনপি, বীরমুক্তিযাদ্ধা সহ বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদ পরিবারের সদস্য মোজাম্মেল হকের সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির মাহফুজ। এছাড়াও চড়ারহাট কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, পুটিমারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আহসান হাবীব রনি সহ আরো অনেকেই বক্তব্য দেন। উল্লেখ্য যে, ১৯৭১ সালের এই দিন উপেজলার পুটিমারা ইউনিয়নর আন্দলগ্রাম ও সারাইপাড়া দুই গ্রামের প্রায় শতাধিক নিরীহ মানুষক মাটি কাটার কথা বলে ডেকে এনে সারিবদ্ধভাবে নির্বিচার...