চুয়াডাঙ্গার প্রাণপ্রবাহ মাথাভাঙ্গা নদী আজ হুমকির মুখে। একদিকে নদী বাচাও আন্দোলন চলছে বছরের পর বছর, অন্যদিকে এক শ্রেণির অসাধু মৎস্যজীবী নদীর বুকে গেথে দিচ্ছে বাশের আড়াআড়ি বাধ, আর ফাঁদ পেতেছে চিকন সুতি ও কারেন্ট জালে। এই ফাঁদের শিকার হচ্ছে নদীর প্রাকৃতিক মাছ, আর ধ্বংসের পথে দেশীয় প্রজাতির টিকে থাকার সম্ভাবনা। দামুড়হুদা উপজেলার বাস্তপুর, সুবলপুর ও আমডাঙ্গা ঘুরে দেখা গেছে ভয়াবহ এক চিত্র নদীর বুকজুড়ে একের পর এক বাশের বাধ, তার মাঝখানে কারেন্ট জালের জালচক্র। এসব বাধের কারণে নদীর স্বাভাবিক স্রোত প্রায় থমকে গেছে। পানি না বইলে নদীর তলদেশে জমছে পলি, দ্রুত কমে যাচ্ছে নাব্যতা। চুয়াডাঙ্গাবাসীর প্রাণের নদী যেন ধীরে ধীরে মরে যাচ্ছে মানুষের হাতেই। বাস্তপুর গ্রামের শাহারতপাড়ায় নদীর মাঝ বরাবর বিশাল বাধ গড়ে তুলেছেন স্থানীয় আক্তার হাসান ও কলিম নামের...