গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ডাকাতিয়া গ্রামের মধু গাজীর ছেলে চঞ্চল মাহমুদের (২৮) ইজিবাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় একটি চোর সিন্ডিকেট সক্রিয় ছিল, যার নেতৃত্বে ছিলেন রবিউল ইসলাম। চুরি যাওয়া ইজিবাইক ফেরত চাওয়াকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে রবিউল ও তার সহযোগীরা মধু গাজীর বাড়িতে হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয় চঞ্চলকে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার বাবা মধু গাজী, মা হাসিনা বেগম ও ছোট ভাই তুহিনকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। রক্তাক্ত অবস্থায় সবাইকে স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চঞ্চল মাহমুদকে মৃত ঘোষণা করেন। তার বাবা মধু গাজীর অবস্থা আশঙ্কাজনক। মা ও ছোট ভাইও গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ,...