মিরপুরের ৬০ ফিট এলাকায় বসবাসকারী রোকসানা আক্তার তিন দিন ধরে স্বামী ও মেয়েকে নিয়ে আগারগাঁওয়ে কেক বিক্রি করছেন। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলের দিকে তার দোকানের সামনে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কথা হলে রোকসানা আক্তার জাগো নিউজকে বলেন, ‘এক ঘণ্টা আগে ছয়টা কেক এনেছিলাম, সব শেষ। আমার কেক শুধু দেখতে সুন্দর না, খেতেও মজা। আজ আর কেক আনবো না।’ আজ রোকসানার মতোই আরও অনেক বিক্রেতার দোকানের সব কেক বিক্রি হয়ে যায়। বাধন নামের এক বিক্রেতা বলেন, ‘দেড় সপ্তাহ ধরে এখানে বসছি। আজ সাতটা কেক এনেছিলাম, সব বিক্রি হয়ে গেছে। রসমালাই, বাটার স্কচ, চকলেট, ব্লুবেরি কেক বেশি চলে। ১০০ টাকায় এক পিস কেক দেই, মান ভালো বলে বিক্রি বেশি।’ বিক্রেতারা বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আগারগাঁওয়ের কেক নিয়ে অসংখ্য ভিডিও ভাইরাল...