ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপনে হস্তান্তর করতে যাওয়া একটি হাতব্যাগ থেকে ৬৫ দশমিক ২ ভরি সোনা জব্দ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মো. কবির হোসেন (৫৩) ও কুদ্দুছ (৪১)। তাদের মধ্যে কবির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বোর্ডিং ব্রিজ অপারেটর হিসেবে কর্মরত। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় এপিবিএনের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন। মোজাম্মেল বলেন, বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত ২টা ২২ মিনিটে বিমানবন্দরের বহির্গমন এক নম্বর টার্মিনালের তিন নম্বর গ্লাস গেটের সামনে কবির গোপনে কুদ্দুছকে একটি ছোট হাতব্যাগ হস্তান্তর করছিলেন। তা দেখে উপস্থিত যাত্রীদের সন্দেহ হলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে থাকা এপিবিএন সদস্যরা দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য অফিসে নিয়ে যান। সেখানে তল্লাশি চালিয়ে...