বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘‘দেশে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চালু করার মতো কোনো পরিবেশ নেই এবং বিএনপি সেটিতে বিশ্বাসী নয়। ধর্ম নিয়ে রাজনীতি করা এক শ্রেণির গোষ্ঠী নির্বাচনের সময় প্রলম্বিত করার উদ্দেশে এই দাবি তুলছেন।’’ শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জেলা বিএনপির সদ্য প্রয়াত সদস্য সচিব আনিছুর রহমানের শোকসভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।আরো পড়ুন:টাঙ্গাইলে বিএনপির ৩১ দফায় জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময়বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন ফখরুলের টাঙ্গাইলে বিএনপির ৩১ দফায় জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন ফখরুলের এ জেড এম জাহিদ বলেন, “যারা জনগণের নামে পিআর পদ্ধতির দাবি তুলছেন, তারা আগে জনগণের ভোটে নির্বাচিত হয়ে...