নারী বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে গৌহাটিতে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। আগে ব্যাট করে নিউজিল্যান্ড পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেট খুইয়ে তুলতে পেরেছে ২২৭ রান। পাকিস্তানকে হারানোর পর ইংল্যান্ডের সঙ্গে প্রায় জেতা ম্যাচটি হারে বাংলাদেশ। এই ম্যাচে ব্যাটাররা তাদের কাজ ঠিক মতো করতে পারলে ২২৮ রান কঠিন হওয়ার কথা না সুপ্তা-সোবহানাদের জন্য। ৩৮ রানের মধ্যে হোয়াইট ফার্নসদের প্রথম তিন ব্যাটারকে ফিরিয়ে দিয়েছিলেন বাংলাদেশের নারীরা। এর পর চতুর্থ উইকেটে ১১২ রানের জুটি গড়ে দলকে পথে ফেরান অধিনায়ক সোফি ডিভাইন ও ব্রুক হ্যালিডে। সোফি ৬৩ ও ব্রুক ৬৯ রান করেন। ওই জুটি ভাঙেন ফাহিমা খাতুন। এর পর আর বড় কোনো জুটি গড়তে দেননি বোলাররা। তাতেই ২২৭ রানে থামে...