পাবনার চাটমোহরে ভাতিজার কাছে পাওনা টাকা দাবির অভিযোগে কাকার লাশ বহনকারী খাটিয়া আটকিয়ে রাখে পাওনাদার। এক ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে লাশ দাহ করা সম্ভব হয়। জানা গেছে, চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোথর গ্রামের বিখ্যাত নিত্তি কারবারি প্রয়াত বসন্ত দাসের ছেলে কার্ত্তিক চন্দ্র দাস দুলাল (৬৯) বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে মারা যান। খবর পেয়ে তার ভাতিজা রিপন কুমার দাসের কাছে পাওনা দাবি জানানো পান্না সরকারসহ কয়েক জন পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা এলাকা থেকে শুক্রবার সকাল ১১টায় টাকা পরিশোধ না হলে লাশ দাহ করতে দেওয়া হবে না বলে কার্ত্তিকের পরিবারকে জানায়। ঘটনার বিষয়ে থানা পুলিশকে অবহিত করা হলে চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. মঞ্জুরুল আলম ঘটনাস্থলে গিয়ে পাওনাদারদের সমাধানের আশ্বাস দেন। এক ঘণ্টা পর চাটমোহর মহাশ্মশানে কার্ত্তিক দাসের লাশ দাহ করা হয়।...