তাদের অভিজ্ঞতায় দেখা গেছে, ক্রোম ব্যবহারের সময় তো বটেই, এমনকি ব্যবহার না করলেও এটি গোপনে ব্যাটারি খরচ করছে। ফলে অনেকেই ইতোমধ্যে অ্যাপটি মুছে ফেলে বিকল্প ব্রাউজারের দিকে ঝুঁকছেন। সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট এবং গুগল ক্রোমের সহায়তা ফোরামে অসংখ্য আইফোন ব্যবহারকারী অভিযোগ করে লিখেছেন, ক্রোম চালু থাকলে ব্যাটারি স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত ফুরিয়ে যায়। এমনকি অ্যাপটি বন্ধ রাখলেও এটি পটভূমিতে (ব্যাকগ্রাউন্ডে) সক্রিয় থেকে ব্যাটারি খরচ করে যাচ্ছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “ক্রোম চালু থাকলে প্রতি মিনিটে ব্যাটারির চার্জ ১ শতাংশ করে কমে।” অন্য এক ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও বিস্ময়কর— “মাত্র দুই ঘণ্টায় ক্রোম একাই আমার আইফোনের প্রায় ৪০ শতাংশ ব্যাটারি খরচ করেছে।” প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্ল্যাশ গিয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রোম মূলত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য তৈরি। ফলে এটি iOS-এ ততটা কার্যকরভাবে কাজ করতে...