অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী ড. আবু আলী ইবনে সিনা বিশ্বকে চমক দিয়েছেন তাঁর নতুন আবিষ্কৃত ডিভাইসের মাধ্যমে, যা মাত্র ১০ মিনিটে ক্যানসার শনাক্ত করতে সক্ষম। ছোট পরিসরে সফল ক্লিনিক্যাল ট্রায়ালের পর ডিভাইসটি এখন বড় পরিসরের ট্রায়ালের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। চাঁদপুরের বাবুরহাটের সন্তান ড. আবু আলী ইবনে সিনা বলেন,“এ পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা এটি অত্যন্ত সুলভমূল্যের এবং প্রক্রিয়াটি খুবই সহজ। তাই যে কোনো ক্লিনিকেই এ টেস্ট করানোর ব্যবস্থা রাখা সম্ভব। ফলে এ ডিভাইস ব্যবহারে খরচ কমবে ৮০ শতাংশ। টেস্টটিতে রং পরিবর্তন করতে পারে এমন এক ধরনের তরল ব্যবহার করা হয়। দেহের যে কোনো জায়গায় ক্যানসারে আক্রান্ত কোনো কোষ থাকলে এটি শনাক্ত করতে পারবে এবং রং পরিবর্তন করে ১০ মিনিটের মধ্যেই এ ব্যাপারে জানান দেবে। দ্রুত এবং ৮০ শতাংশ কম খরচ হওয়ায়...