হংকংয়ের বিপক্ষে শেষ মুহূর্তে গোল খেয়ে স্বপ্নভঙ্গের পর দর্শক, সমর্থকদের সমোলোচনার তীর ছিল কোচ ক্যাবরেরামুখী। দারুণ সুযোগ থাকার পরও বাংলাদেশের হারের কারণ হিসেবে সবাই সামনে আনছেন কোচের কৌশল। বিশেষ করে একাদশ তৈরি ও খেলোয়াড় পরিবর্তনে কোনো দূরদর্শিতা দেখাতে পারেননি এই স্প্যানিশ। বৃহস্পতিবার রাতে ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাঁচামরার ম্যাচে শামিত, ফাহামিদুল, জায়ান ও জামালকে বদলি হিসেবে খেলিয়েছেন ক্যাবরের। জামাল অধিনায়ক হয়েও মাঠের বাইরে থাকেন। এ ম্যাচে বদলি হিসেবে নেমে ভালো খেলেছেন, একটি গোলের যোগানদাতাও ছিলেন। বদলি হিসেবে নেমে গোল করেছেন শামিত সোম। দুর্দান্ত খেলেছেন অভিষেক হওয়া জায়ান আহমেদও। শেষ মিনিট বাংলাদেশ যে ঝড়ো ফুটবলটা খেলে ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা ম্যাচটি ৩-৩ করেছিল, সেখানে টনিকের মতো কাজ করে এই বদলিগুলো। রক্ষণের দুর্বলতায় শেষ পর্যন্ত ড্রয়ের দিকে যেতে থাকা ম্যাচটি হেরে বসে বাংলাদেশ।...