নিজস্ব প্রতিবেদক, গাজীপুর ||রাইজিংবিডি.কম গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে এক তরুণীকে আবাসিক হোটেলে এনে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। অতিরিক্ত রক্তক্ষরণে ওই তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে ওই তরুণীকে গুরুতর অসুস্থ অবস্থায় টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকার হাসপাতালে নেওয়ার সময় পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা হয়েছে। ওই তরুণীর প্রেমিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন—রাজশাহীর বাগমারা থানাধীন সাজুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম মোহন (২২) এবং পাবনার চাটমোহর থানাধীন নিমাইচুরা গ্রামের শাহ আলমের ছেলে আতিকুর রহমান (২৩)। প্রেমিকাকে হাসপাতালে হাসপাতালে নেওয়ার জন্য আতিকুলকে ডেকে আনেন মোহন৷ গ্রেপ্তার যুবকদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মোহন ও তার প্রেমিকা আশুলিয়াতে থাকতেন। তাদের মধ্যে তিন বছর ধরে প্রেমের...