মানিকগঞ্জের ৭টি উপজেলাতে বেঙ্গল মিশ্রিত (এনপিকেএস) সার সরবরাহ না থাকায় কৃষকেরা হতাশ হয়ে পরেছে। ৭টি উপজেলার বিভিন্ন হাট বাজারে এই সারের চাহিদা থাকা সত্বেও বাজারগুলোতে ব্যাপক সরবরাহ নেই। সার না পেয়ে কৃষকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে ঘিওর, দৌলতপুর, শিবালয়, হরিরামপুর, সাটুরিয়া, সিংগাইর এলাকায় বহুল ব্যবহৃত বেঙ্গল মিশ্র সার সংগ্রহ করতে না পেরে চলতি আমন বোরো মৌসুমে ধানের ফলন নিয়ে কৃষকদের মাঝে সংশংয় দেখা দিয়েছে। এ বিষয়ে দৌলতপুর উপজেলার চকমীরপুর এলাকার কৃষক রমজান, জামাল, আজিজসহ অনেক কৃষক জানান, ধান সবজী আবাদে এই বেঙ্গল মিশ্রত সার অত্যন্ত কার্যকর ও সাশ্রয়। কিন্তু মানিকগঞ্জে এই বেঙ্গল মিশ্রিত সার না পাওয়ায় কৃষকরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। বেঙ্গল এনপিকেএস মিশ্র সার বাজারে না থাকার কারনে কৃষকরা সচরাচর ব্যবহার করতে পারছেনা। কোম্পানীর...