এরই ধারাবাহিকতায় ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর তত্ত্বাবধানে, ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি টিম গত ৯ অক্টোবর মামলার ঘটনার সাথে জড়িত সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল, দক্ষিণ কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকায় অভিযান পরিচালনা করে হৃদয়, মাহামুদুল ইসলাম হাসান সাহেদ, নুরুল ইসলামকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে আসামি হৃদয়, সাহেদ, হাসান জানায় যে, অটো চালক বাচ্চু মিয়াকে ভাড়া করে ঘটনাস্থলে নিয়ে যায় এবং ঐখানে তাদের অপরাপর সহযোগীদের সহায়তায় অটো চালক বাচ্চু মিয়াকে হত্যা করে অটো নিয়ে চলে যায় এবং অটোর ব্যাটারি...