১০ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ পিএম দেবোত্তর ইয়থ স্পোর্টিং ক্লাবের আয়োজন আটঘরিয়া মিনি স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের ৫ম ম্যাচে টাইব্রেকারে সড়াবাড়িয়া শহীদ আবুল কাসেম প্রগতি সংঘ বিজয় লাভ করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) বিকালে উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে ৫ম ম্যাচে সড়াবাড়িয়া শহীদ আবুল কাসেম প্রগতি সংঘ বনাম আতাইকুলা মাধপুর ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন, চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মামুন হোসেন। সভাপতিত্ব করেন দেবোত্তর ইয়থ স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক শফিউদ্দিন শফি। বিশেষ অতিথি ছিলেন আটঘরিয়া পৌর যুবদলের আহবায়ক আনোয়ারুল ইসলাম খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, সাবেক কাউন্সিল তাওহীদ হোসেন প্রমুখ। সাবেক ফুটবলার গোলজার হোসেন, আব্দুল মতিন সহ উক্ত খেলায় হাজার হাজার দর্শকের সমাগম হয়েছিল। উক্ত খেলায় প্রধান...