১০ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৭:৫৯ পিএম ব্রাজিলের মুহুর্মুহু আক্রমণে দক্ষিণ কোরিয়া ছিল কোণঠাসা। একের পর এক গোলে প্রতিপক্ষে বিধধস্ত করেই ছেড়েছে সেলেসাওরা। তরুণ রদ্রিগো, ভিনি জুনিয়র আর উঠতি তারকা এস্তেভাওয়ের জোগো বোনিতোর ঝলকে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। শুক্রবার অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে সেলেসাওদের জয় ৫-০ গোলের বিশাল ব্যবধানে। সিউলে খেলার শুরু থেকেই ব্রাজিল যেন নিজের চেনা ছন্দেই ছিল। ম্যাচের মাত্র ১২ মিনিটেই ব্রুনো গিমারাইসের নিখুঁত পাস থেকে এস্তেভাও প্রথম গোলটি করেন। ৪০ মিনিটে আসে দ্বিতীয় গোল—ভিনি জুনিয়রের বুদ্ধিদীপ্ত পাস থেকে রদ্রিগো জালের দেখা পান। প্রথমার্ধ শেষ হয় ২-০ তে, যেখানে কোরিয়া বল দখলে থাকলেও কোনোভাবে ব্রাজিলের রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি। বিরতির পরও একই ছন্দে খেলেছেন কার্লো আনচেলত্তির শিষ্যরা। ৪৭ মিনিটে নিজের...