১০ অক্টোবর ২০২৫, ০৭:২৩ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৭:২৩ পিএম সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে শুক্রবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচটি ৫-০ গোলে জিতেছে ব্রাজিল। দুটি করে গোল করেছেন এস্তেভোঁ ও রদ্রিগো। একবার জালের দেখা পেয়েছেন ভিনিসিউস জুনিয়র। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া ব্রাজিলিয়ান আক্রমণভাগ মুহুর্মুহু আক্রমণ শাণাল, কোণঠাসা হয়ে রইল দক্ষিণ কোরিয়া। দাপুটে ফুটবল খেলে, গোল উৎসব করে, বিশ্বকাপের জন্য চূড়ান্ত প্রস্তুতিপর্ব শুরু করল কার্লো আনচেলত্তির দল। ব্রাজিলের মুহুর্মুহু আক্রমণে দক্ষিণ কোরিয়া ছিল কোণঠাসা। ম্যাচের ফলই সেটার জানান দেয়। এশিয়ার দেশটির জালে ৫ গোল দিয়েছে তারা। সে তুলনায় সন হিয়ং মিনরা কিছুই করতে পারেননি, তাদের একটা শট ফিরিয়ে দিয়েছেন বেন্তো। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এটা তাদের সবচেয়ে বড় জয়, আগের ৮ দেখায় বড় জয়টি ছিল ২০২২ সালে, ৫-১ ব্যবধানে।...