ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে আগেই। তাই চলতি ফিফা উইন্ডোয় এশিয়ায় খেলতে এসেছে ব্রাজিল। আজ ব্রাজিল ৫-০ গোলে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ কোরিয়াকে। দুটি করে গোল করেন রদ্রিগো ও এস্তাভাও উইলিয়ান। ভিনিসিয়ুস করেন একটি গোল। ব্রাজিলে এস্তেভাওয়ের ডাকনাম 'মেসিনিও', মানে ছোট মেসি। বা পায়ে খেলেন, ডান প্রান্ত থেকে কাট ইন করে ঢোকেন ভেতরে। সে কারণে তার উপাধি তার খেলার ধরনের সঙ্গে মিলে গেছে খাপে খাপে। এদিন ম্যাচের ১৩ ও ৪৭ মিনিটে গোল করেন এস্তেভাও।...