সিউলের উজ্জ্বল রাতে ঝলমল করল ব্রাজিলের তরুণরা। আক্রমণভাগের উচ্ছ্বাস, পায়ের জাদু আর নিখুঁত পাসিং; সব মিলিয়ে যেন চোখধাঁধানো ফুটবল উৎসব। সেই উৎসবেই দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিল ৫-০ ব্যবধানে। জোড়া গোল করেছেন এস্তেভাও উইলিয়ান ও রদ্রিগো। আর শেষের কাঁটায় চূড়ান্ত ছন্দে গোল করে উৎসবের পূর্ণতা দেন ভিনিসিউস জুনিয়র। তরুণ এস্তেভাওয়ের বয়স মাত্র ১৮ বছর। কিন্তু খেলার পরিপক্বতায় অনেক পরিণত। চেলসির নবীন ফরোয়ার্ড এস্তেভাও শুরুতেই বুঝিয়ে দেন, কেন তাকে নিয়ে এত আলোচনা। ম্যাচের ১৩তম মিনিটে ব্রুনো গিমারায়েসের নিখুঁত পাস থেকে ঠান্ডা মাথায় গোল করে এগিয়ে দেন দলকে।আরো পড়ুন:দুঃস্বপ্ন যেন শেষই হচ্ছে না নেইমারের, আবারও ইনজুরিতেক্যান্সারে আক্রান্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো দুঃস্বপ্ন যেন শেষই হচ্ছে না নেইমারের, আবারও ইনজুরিতে ক্যান্সারে আক্রান্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো প্রথমার্ধের শেষদিকে সুযোগ তৈরি করেন দলের অধিনায়ক কাসেমিরো।...