বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান স্বাধীনতার পর দেশের জন্য অন্যতম সর্বোচ্চ অর্জন। তিনি বলেন, এই সংগ্রামে দুই হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছেন এবং ৩০ হাজার মানুষ আহত হয়েছেন; সেই রক্তের ঋণ পরিশোধের জন্য জাতি পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করবে না। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজন করা উচিত- তার আগে জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়া জরুরি। এ দাবি শুধু জামায়াতের নয়, দেশপ্রেমিক জনতারও দাবি; এজন্য অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান স্বাধীনতার পর দেশের জন্য অন্যতম সর্বোচ্চ অর্জন। তিনি বলেন, এই সংগ্রামে দুই হাজার...