আফগানিস্তানের তালেবান প্রশাসনের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তোলার পদক্ষেপ হিসেবে কাবুলে বন্ধ হয়ে যাওয়া দূতাবাস পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে ভারত। ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর বন্ধ হয়ে যাওয়া ভারতীয় দূতাবাসটি এখন পূর্ণাঙ্গ কূটনৈতিক মিশনে উন্নীত হতে চলেছে। শুক্রবার (১০ অক্টোবর) এনডিটিভি ও রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে জানা যায়, নয়াদিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকের পর ভারত ঘোষণা করেছে, তারা কাবুলে তাদের কারিগরি মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে রূপান্তর করবে। তালেবান সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে এটি ছিল ভারতের সর্বোচ্চ পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক। যদিও ভারত এবং আফগানিস্তানের ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তবুও নয়াদিল্লি তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “আমরা আফগানিস্তানের অগ্রগতিতে গভীর আগ্রহী। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ...