সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে চলছে মা ইলিশ ধরার মহোৎসব। ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা, বিক্রি ও মজুদের ওপর সরকারের নিষেধাজ্ঞা থাকলেও গত কয়েকদিন ধরে প্রকাশ্যেই চলছে মাছ ধরা ও বিক্রি। সরেজমিনে দেখা গেছে, রায়পুরের মেঘনা নদীর চরবংশী হাজিমারা সুইসগেইট, আলতাফ মাষ্টার মাছঘাট, পুরানবেড়ী, চান্দারখাল ও সাজু মোল্লার ঘাটে অসংখ্য জেলে কারেন্ট জাল দিয়ে অবাধে ইলিশ ধরছেন। এসব মাছ স্থানীয় ঘাট ও বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে। গত চার মাস সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং সহকারী মৎস্য কর্মকর্তা না থাকায় এবং কোস্টগার্ড এখনো পর্যন্ত না দেওয়ায় অভিযান পরিচালনা করছে না মৎস্য বিভাগ।তবে আশার খবর মোঃরাশেদ হাসান নামে এক সিনিয়র মৎস্য কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের এমন ভূমিকায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সচেতন...