চট্টগ্রামের ফটিকছড়িতে বিনামূল্যে সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরে উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ উপক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু সালেকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সমবায় অফিসার শহীদ ভুঁইয়া,উপজেলা মৎস অফিসার আজিজুল ইসলাম,সহকারী কৃষিকর্মর্তা অদৈত রায় প্রমূখ। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রানোদনার আওতায় এগারোশ জন কৃষক-কৃষানীদের মাঝে বিনামূল্যে শীতকালীন শসবজির বীজ ও সার বিতরণ কর হয়। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। চট্টগ্রামের ফটিকছড়িতে বিনামূল্যে সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরে...