প্রথমবারের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে কুকুর নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক ও মানবিক উদ্যোগ বন্ধ্যত্বকরণ (স্পে-নিউটার) ও টিকাদান কার্যক্রম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় প্রাণিপ্রেমী শিক্ষার্থীদের সংগঠন ‘স্নেহটেইল’-এর আয়োজনে এই কার্যক্রম পরিচালনা করবে বিশেষায়িত দল ‘ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন’। ১৬ অক্টোবর তারা খুলনা বিশ্ববিদ্যালয়ে এসে কুকুরগুলোর বন্ধ্যত্বকরণ অস্ত্রোপচার শুরু করবে। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রতিক সময়ে কুকুরের উৎপাত বেড়েছে। বিশ্ববিদ্যাল ক্যাম্পাসে ৬০ থেকে ৭০টি কুকুর আছে। একাডেমিক ভবন, ক্যাফেটেরিয়া, খেলার মাঠ কিংবা আবাসিক হল-সব জায়গাতেই দেখা যায় তাদের চলাচল। কুকুরের কারণে আতঙ্কিত হচ্ছেন শিক্ষার্থী ও কর্মচারীরা; কেউ কেউ আক্রমণের শিকারও হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আলোচনায় এলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রাণিপ্রেমী শিক্ষার্থীরা এগিয়ে এনেছেন মানবিক সমাধানের পথে। স্নেহটেইলের প্রতিষ্ঠাতা তামান্না রহমান বলেন, তারা এমন একটি উদ্যোগ নিয়েছেন, যাতে মানুষ ও প্রাণী উভয়ই নিরাপদে থাকতে পারে। প্রাণী নিধনের...