১০ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ পিএম ঢাকার কেরানীগঞ্জে অটো ছিনতাই করে চালক বাচ্চু মিয়া (৫৫) হত্যা মামলায় ৪ আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলো মো. হৃদয় (২১), মাহমুদুল ইসলাম হাসান (৩০), মো. সাহেদ (১৭) ও মো. নুরুল ইসলাম (৩৮)। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, গত ৭ অক্টোবর বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ৯৯৯ ফোন কলের মাধ্যমে জানতে পারে যে, মডেল থানার রোহিতপুর ইউনিয়নের সবুজ ছায়া গোল্ডেন সিটি আবাসনের ১নং রোডের পশ্চিম মাথায় কাশবনের ভিতরে অজ্ঞাতনামা ব্যক্তি, যার বয়স আনুমানিক ৬৫ বছর, তাঁর মৃতদেহ পাওয়া গেছে। উক্ত সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর...