মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা খাতে কম অর্থ ব্যয়ের জন্য স্পেনের কঠোর সমালোচনা করেছেন এবং বলেছেন, দেশটিকে ন্যাটো জোট থেকে বের করে দেওয়া উচিত।বৃহস্পতিবার (৯ই অক্টোবর) হোয়াইট হাউসের ওভাল অফিসে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টুবের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।ফিনল্যান্ডের কাছ থেকে আইসব্রেকার জাহাজ কেনা সংক্রান্ত আলোচনার জন্য বৈঠকটি নির্ধারিত থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনাকে ন্যাটো জোটের দিকে ঘুরিয়ে দেন। সেখানেই তিনি স্পেনের প্রতি তার দীর্ঘদিনের ক্ষোভ উগরে দেন।গত জুন মাসে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ট্রাম্প জোটের সদস্য দেশগুলোকে তাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার আহ্বান জানা ন। কিন্তু স্পেন এই প্রস্তাবের বিরোধিতা করে এবং পূর্বের ২ শতাংশ ব্যয়ের নিয়মেই বহাল থাকার পক্ষে অবস্থান নেয়। সেই থেকেই স্পেনের ওপর অসন্তুষ্ট ট্রাম্প।বৃহস্পতিবারের বৈঠকে ট্রাম্প ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে বলেন,...