এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় খারাপ ফল করায় আত্মহত্যার পথ বেছে নেয় অনেক শিক্ষার্থী। বাবা-মা ও নিজের প্রত্যাশা মতো ফল না পাওয়ায় প্রতিবার পরীক্ষার ফল ঘোষণার পরই সারাদেশে আত্মহত্যার এ প্রবণতা দেখা যায়। যা ক্রমেই বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, খারাপ ফল করলে বা কোনো বিপর্যয়ের মুখে পড়লে সবাই আত্মহত্যার পথ বেছে নেয় না। যারা এ পথে পা বাড়ায়, তারা রিস্ক গ্রুপ। অর্থাৎ আগে থেকেই তাদের এ ধরনের প্রবণতা ছিল। তারা বেশি আবেগপ্রবণ এবং মানসিক অস্থিরতায় ধ্বংসাত্মক সিদ্ধান্ত নিয়ে ফেলে। ‘বিপর্যয়-জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্যসেবা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ তথ্য উঠে আসে। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ। রাজধানীর মধ্যবাড্ডায় অবস্থিত জাগো নিউজ কার্যালয়ের সম্মেলনকক্ষে এর আয়োজন করা হয়।...