এই ঘটনায় শুক্রবার (১০ অক্টোবর) সকালে ভুক্তভোগী খায়রুল ইসলাম মোল্লা (৩৬) বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে মাঝগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব উদ্দিন ও তার সহযোগী রসুল ইসলামসহ অজ্ঞাতপরিচয় আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে। শিহাব উদ্দিন তিরাইল গ্রামের আজাদ আলীর ছেলে। অপরদিকে ভুক্তভোগী খায়রুল ইসলাম মোল্লা গোয়ালফা গ্রামের বাসিন্দা। তিনি মৌখাড়া হাটের ইজারাদার ও পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের ব্যবসা করেন। অভিযোগে খায়রুল ইসলাম উল্লেখ করেন, মঙ্গলবার রাতে তিনি একটি মোটরসাইকেল বিক্রি করে আরেকটি মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। গোয়ালফা গ্রামে আজিজল ইসলামের বাড়ির সামনে পাকা রাস্তায় শিহাব উদ্দিন ১০ থেকে ১২ জন লোক নিয়ে তার পথরোধ করে। তারা তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে এবং তার কাছে থাকা এক লাখ আঠারো হাজার টাকা ও একটি স্মার্ট...