আজ শুক্রবার ঘোষণা করা হয়েছে এ বছর শান্তিতে নোবেল বিজয়ীর নাম। ভেনেজুয়েলার গণতন্ত্র আন্দোলনের নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত করেছে নরওয়ের নোবেল কমিটি। তবে নোবেল কমিটির এই সিদ্ধান্তের পেছনে শান্তি নয় বরং রাজনীতির ছায়া দেখতে পাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে ভেনেজুয়েলার বিরোধী দলের নেত্রীকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করায় নোবেল কমিটির তীব্র সমালোচনা করেছে হোয়াইট হাউজ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এ প্রসঙ্গে হোয়াইট হাউজের মুখপাত্র স্টিভেন চেউং এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি করা, যুদ্ধ বন্ধ করা এবং জীবন বাঁচানো অব্যাহত রাখবেন। তাঁর হৃদয়ে মানবতা রয়েছে, এবং তাঁর মতো কেবলমাত্র ইচ্ছাশক্তির জোরে পাহাড় সরাতে পারেন এমন কেউ আর কখনও আসবেন না।’ মুখপাত্র স্টিভেন...