এক কেজি কাঁচা মরিচের দাম ২৬০ টাকা, পেঁয়াজ ৯০ টাকা, আর ডিমের দাম পিসপ্রতি ১৫ টাকা। ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা দিনে দিনে সীমিত হয়ে আসছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শুধু একজন গৃহিণীর নয়, দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি মানুষকে বাধ্য করছে অর্ধেক কেনাকাটা করতে অথবা প্রয়োজনীয় অনেক জিনিস বাদ দিতে। অক্টোবর মাসের শুরু থেকেই দেশের সবজির বাজারে মূল্যের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। শীতকালীন সবজি এখনও বাজারে ওঠেনি, আর গ্রীষ্মকালীন সবজির মৌসুম শেষ হয়ে গেছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় প্রতিনিয়ত দাম বাড়ছে সবজির। তাছাড়া, দীর্ঘস্থায়ী বৃষ্টি ও পরিবহন খরচ বৃদ্ধিও এই মূল্যবৃদ্ধিতে জোর দিচ্ছে। রাজধানীর শ্যামবাজার, মিরপুর, যাত্রাবাড়ী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী সব জায়গার চিত্র প্রায় একই। প্রতিদিন সকালে বাজারে গেলে চোখ কপালে...