মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন, যা বর্তমান পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য । ট্রাম্পের দাবি , ইরান এখন শান্তি চায় এবং তারা যুক্তযুরাষ্ট্রের সঙ্গে একটি শান্তি চুক্তি বাস্তবায়নে আগ্রহী ।ট্রাম্প এমন এক সময় এই ঘোষনা দিলেন, যখন একদিন আগেই দেশটি ইরানের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিতে সহায়তার অভিযোগে ৫০টির বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।বৃহস্পতিবার (৯ই অক্টোবর)মার্কিন অর্থ দপ্তরের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় (ওএফএসি) জানায়, এই নিষেধাজ্ঞার আওতায় তিনজন ভারতীয় নাগরিকসহ বেশ কয়েকটি জাহাজও রয়েছে। তাদের মতে, ইরানের জ্বালানি রপ্তানির নেটওয়ার্ক ভেঙে দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।তার ঠিক একদিন পরই আয়াতুল্লাহ খা মেনির দেশের সাথে একসাথে কাজ করার ঘোষণা দিলেন ট্রাম্প। এদিন মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প গাজার ভবিষ্যৎ নিয়েও...